নিজস্ব প্রতিনিধিঃ ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন বগুড়া জেলা শাখার আয়োজনে বগুড়া শহরের জিরো পয়েণ্ট সাতমাথায় বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের বগুড়া জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিনের তত্ত¡াবধানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মর্মস্পর্শী বক্তব্য রাখেন কয়েক মাস আগে বগুড়া শহরের খান্দার এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার শিশুর পরিবারের সদস্যরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সুজন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি হাফিজার রহমান মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা শানু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা সমন্বয়কারী আলমাস, সদস্য রফিকুল ইসলাম, আব্দুল্লাহ্ আল মামুন, শফিকুর রহমান, নাসিমা আক্তার পান্না, আব্দুস সাত্তার, ইউসুফ আলী, জয়নাল আবেদীন, সাজেদুর রহমান সবুজ, আনিছার রহমান, মেজবাউল আলম, আব্দুল মতিন মেম্বার, সাজেদুর রহমান মোহন, আবু মুসা, ফজলুল হক বাবলু, আব্দুস সালাম, বিউটি বেগম, তাহেরা জামান লিপি, এম.এ ওয়াদুদ, আব্দুস শুকুর প্রমুখ।