নিজস্ব প্রতিনিধিঃ শনিবার দুপুরে শহরের ঘোড়াপট্রি সংগঠন কার্যালয়ে বগুড়ায় বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটি কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু। এসময় আলোচনায় অংশগ্রহন করেন সোসাইটির আব্দুল হালিম শেখ, যুগ্ম সাধারন সম্পাদক আছলাম খাঁন, মুরাদ মিঞা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, দপ্তর সম্পাদক শ্রী দীলিপ কুমার দাস সমর, মন্তেজার রহমান আঞ্জু, আজিজুল হক, হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, হারাধন পাল, রাশেদ শেখ, রবিউল ইসলাম, রঞ্জন দেবনাথ, দেলোয়ার হোসেন দুলাল, রাজু আহম্মেদ লিলু, আব্দুল গনি, শহিদুল ইসলাম, নওশাদ আলী চঞ্চল ও শ্রী তপন কুমার সরকার সহ প্রমূখ।
উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ এলপি গ্যাস ডিলারদের অস্তিত্ব রক্ষার স্বার্থে অচিরেই বগুড়ায় এলপিজি ডিপো চালুর বিষয়ে বিপিসি চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবী জানান। সেই সাথে বিস্ফোরক লাইন্সেস বিহীন বগুড়ায় অবৈধ এলপি গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।