নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব লায়ন দিবস এবং অক্টোবর সেবা মাস’২০২০ উপলক্ষে লতিফপুর কলোনী, বগুড়া এসপিজিআরসি-এর সহযোগিতায় ডায়াবেটিস টেস্ট, রক্তচাপ পরিক্ষা, ওজন পরিমাপ, মেডিকেল ক্যাম্প, মাস্ক ও লিফলেট বিতরন কর্মসূচির শুভ উদ্ভোধন শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব উজ্জল কুমার ঘোষ।
এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান এর চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আতিকুর রহমান মিঠু, বিশেষ অথিতি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস) এম.এ মান্নান, আলহাজ্ব ডাক্তার মো: রেজাউল করিম, এসপিজেআরসি সভাপতি জনাব আব্দুল্লাহ্ খান। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সাধারণ সম্পাদক লায়ন জিল্লুর রহমান শামিম, ট্রেজারার লায়ন রবিউল আলম অশ্র, ডাইরেক্টর শাহান বারী, রোকনুজ্জামান মুন্সী, সদস্য আব্দুল খালেক, গোলাম রায়হান শরীফ, রফিকুল ইসলাম বাবু, হাসানুজ্জামান হাসান, জাকিউল হক জীবন, গোলাম কুদ্দুস লাল, এসপিজেআরসি-এর সহ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ খান হিরু, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সুজন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অক্টোবর সেবা মাস’২০২০ উপলক্ষে গভর্নরের এ বছরের আহŸান “জ্ঞানেই মুক্তি”-এর উপড় সেমিনার, সুবিধাবি ত শিশু ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ, বন্যাদুর্গত এলাকায় সাহায্য, মাদক বিরোধী সচেতনতা, শিক্ষা সহায়ক কর্মসূচী এবং দুস্থ ও পঙ্গু পুনর্বাসন কার্যক্রম লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান পালন করবে।