বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আশিক সরকার (৩৫) নামের এক ব্যবসায়ীর কবজি ও গোড়ালি কেটে নেওয়ার মামলায় মঙ্গলবার রাতে কৃষকলীগ নেতা আলম শেখ (৫২) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
আলম শেখ বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং এরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। তিনি বানদিঘি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘি গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে আশিক সরকারের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কেটে নেয় দুর্বৃত্তরা। আশিক সরকার বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আশিকের বড় ভাই লালন সরকার বাদী হয়ে ইউপি সদস্য আলম শেখ, তাঁর ছেলে শরিফসহ ছয়জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, জমি নিয়ে শালিস কে কেন্দ্র করে বিরোধের জেরে আলম মেম্বার ও তাঁর ছেলে আশিকের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার উপপরিদর্শক ও এরুলিয়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, গ্রেপ্তার আলম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।