নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বগুড়ায় এক ব্যক্তি তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারার অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জেলার শাজাহানপুর উপজেলায় এই মামলা করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী গ্রেপ্তারকৃত ব্যক্তির বড় ভাই জামিল নগর এলাকার জানে সাবা হাউজিংয়ে বসবাসকারী আব্দুল মান্নান (৬২)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৫৪)। তিনি শেরপুর উপজেলার স্যান্নাল পাড়ার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট মামলার বাদী আব্দুল মান্নান শেরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। এ সময় ছেলে ডা. আব্দুর রব ওরফে রায়হান ও তার স্ত্রী সাথে ছিলেন। দাওয়াত শেষে বগুড়ায় ফিরে আসার পথে শাজাহানপুর উপজেলার নয়মাইল স্ট্যান্ডে তারা থামেন। সেখানে রায়হান তার চাচা আব্দুল হান্নানের সাথে কথা বলতে এগিয়ে যান। রায়হান তাদের দোকানের ভাড়াটিয়াদের বের করে দেয়ার কারন জানতে চান। একপর্যায়ে আব্দুল হান্নান ও রায়হান তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুল হান্নান কাঁচের গ্লাস দিয়ে রায়হানের মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হয়ে পড়েন। তখন রায়হানের বাবা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে এ বিষয়ে শাজাহানপুর থানায় অভিযোগ করলে বুধবার তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজীম উদ্দিন জানান, হামলার ঘটনায় মঙ্গলবার আসামী আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।