রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ গতকাল দিবাগত রাত রাত ১২.৩০ মিনিটে ২৯৩ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা সহ জাহিদ হাসান নামে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া।
র্যাব- ১২ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঠাকুরগাঁও হইতে সিরাজগঞ্জ গামী ০১ টি মোটরসাইকেলে আরোহী সেজে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ ফেব্রুয়ারীতে ২০২৩ ইং তারিখ ১২.৩০ ঘটিকায় বগুড়া জেলার গাবতলী থানাধীন চন্দনবাইশা রোড, পাঁচমাইল বাজারস্থ শ্রী হারানু কামার এর দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ জাহিদ হাসান (২৩), পিতা- মৃত মোবারক আলী, সাং- জগখা, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও’কে মোট ২৯৩ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল, ০১টি মোবাইল, ০২টি সীম ও নগদ ৬৫০/- টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় তারা।
র্যাব- ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, “র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”