নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী পুতুল। শোকের মাস বঙ্গবন্ধু ও পরিবার কে স্মরণ করে গান গাইলেন পুতুল। গানের শিরোনাম ‘শোকের আগুন জ্বলে’।
গানটি নিয়ে পুতুলের সাথে কথা বললে পুতুল জানান;
ছোট বেলা থেকেই আমি সংগীত মনা। গানটির মূল শিল্পী রথীন্দ্রনাথ রায়।
এটা পচাত্তর পরবর্তী সময়ের একটা গান।একদম ছোটবেলায় আমার পরবর্তীতে এই গানটি অনেক জায়গায় গেয়েছিলাম ও কিন্তু এই গান কখনও ইউটিউব বা অন্য কোথাও খুজেঁ পাই নি। ইচ্ছে ছিল গানটি তরুণ প্রজন্মের কাছে নতুন ভাবে উপস্থাপন করার। পরবর্তীতে রথীন্দ্রনাথ সাহেবের মেয়ের সাথে যোগাযোগ করে অনুমতি পাই এবং গানটা রেকর্ড করি। গানটি রেকর্ড করেছি’স্টুডিও গানবাড়ি’ তে। গানটিতে সংগীত আয়োজন করেছে সৈয়দ রেজা আলী। ইউটিউব চ্যানেল পুতুলগান এ আপলোড হয়েছে গতকাল। গানটি ছোটবেলা থেকে খুব পছন্দের।
পুতুল আরো বলেন, বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তাই এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা-ভালোবাসা থেকেই গানটি গাওয়া। আজকের এই শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানোর আর কোনো প্রয়াস নেই।একজন শিল্পী হিসেবে এটাই আমার ক্ষুদ্র প্রয়াস।
সংগীত শিল্পী পুতুলের ‘শোকের আগুনে জ্বলে গান’ ছাড়া ও নিজের লেখা ও সুরে ‘সেই কবিতাটির গল্প বলি’
গানটি আসছে আগামী সপ্তাহে গানটির সংগীত আয়োজন করেছে সৈয়দ রেজা আলী।