নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া শহরের বৃন্দাবনপাড়া যুব সমাজ আয়োজিত ১ম নক আউট ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
শুক্রবার রাতে ১ম নক আউট ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল আলীম প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, এরশাদ শেখ, মোশারফ হোসেন বুলবুল। শহর যুবলীগ নেতা মুনিরুল ইসলাম রিমেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা আরিফুল ইসলাম, সাব্বির আহমেদ স্মরণ, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ জয় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম ডাবলু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে দেশের যুব সমাজ কাজ করছে। ১৯৪৭ সালের দেশভাগ, ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণ অভ‚্যত্থান, ৭০’র নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে। সকল আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুব সমাজের। বঙ্গবন্ধু যুব সমাজকে নিয়ে ভাবতেন। তাই তিনি যুব সমাজের জন্য যুব উন্নয়ন মন্ত্রণালয় কেন্দ্র প্রতিষ্ঠা। যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি।