রাঙামাটি প্রতিনিধি : বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের ম্যারাথন দৌড়-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সেনা রিজিয়নের তক্ত¦াবধানে সদও জোনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়-২০২১ প্রথম পর্ব অনুষ্টিত হয়েছে।
উক্ত ম্যারাথন উদ্ভোধন করেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি রিজিয়ন কমান্ডার রাঙামাটি,ডিজিএফআই অধিনায়ক কর্ণেল ইমরান ইবনে রউফ কর্ণেল জিএস রাঙামাটি,লে,কর্ণেল আলম ফয়সল পিএসসি অধিনায়ক শাখাএ এসইউ রাঙামাটি।সদর জোন কমান্ডার লে,কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি ও অন্যনা সেনা অফিসার এবং সকল পদবীর সেনাসদস্যসহ তিন শতাধিক সদস্য মোবাইল অ্যাপস মাধ্যমে ডিজিটাল ম্যারাথন-২০২১ অংশগ্রহন করেন।
এর পর সেনাসদস্য জহিরুল ইসলাম করোনার ভ্যাকসিন (টিকা) গ্রহন করেন। একদিনে ২০ জনে করোনা টিকা প্রয়োগ করবেন বলে জানাগেছে।
করোনা ভ্যাকসিন (টিকা) প্রদান কালে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি ,ও চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় ।
##চৌধুরী হারুনুর রশীদ রাঙামাটি ।