নিজস্ব প্রতিবেদকঃ
চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বধির প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাঁচ শতাধিক বধির প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব সহায়তা সামগ্রী তুলে দেন।
যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা ভাইরাসের কারণে বধির প্রতিবন্ধিরা অসহায় হয়ে পড়েছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বধির প্রতিবন্ধিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো। করোনা পরিস্থিতি যতদিন থাকবে, যুবলীগের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএনসিসি’র কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাড শামিম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, আসাদুজ্জামান আজম, এ্যাড মো: গোলাম কিবরিয়া, আব্দুল হাকিম তানভীর, এরফান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।