বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে বনানীর ৭ নম্বর ব্লকের ১২ নম্বর বাড়ীতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের দুটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে, নিরাপত্তার অযুহাতে বনানী সোসাইটি প্রায় প্রতিটি সড়ক গেইট দিয়ে বন্ধ করে রাখায় ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে বলেও জানান তিনি।
কোথা থেকে আগুন লেগেছে সেই সম্পর্কে বাড়ির বাসিন্দারও কিছু জানাতে পারেনি। একটি কক্ষে হঠাৎ ধোঁয়া দেখে বাসা থেকে নিচে নেমে আসেন বাড়ির সবাই। আগুনে কারও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।