নিজস্ব প্রতিবেদকঃ “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী আলোচনা সভা।
সোমবার (১ ফেব্রুয়ারি) কড়াইল বেলতলা আদর্শ নগরে ডিএনসিসি ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নূরে আযম মিয়া, অফিসার ইনচার্জ বনানী থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ সোহেল রানা ও সাইহান ওলিউল্লাহ, ইন্সপেক্টর অপারেশন, বনানী থানা।
বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই সকলকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বনানী থানা ছাএলীগ, স্থানীয় আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ এলাকার বিভিন্নস্তরের নেতাকর্মী, সাধারন মানুষ অংশ নেয়। অনুষ্ঠিত কার্যক্রম বাস্তবায়ন করেন মোঃ দেলোয়ার হোসাইন, এস আই, বিট ইনচার্জ (কড়াইল ৬নং বিট) বনানী থানা।