বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর বনানীর একটি বাড়ির ফ্ল্যাট থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিজা আক্তার (১৪)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ির চার তলার দেলোয়ার হোসেনের ফ্ল্যাট থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ।
লিজার বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, বনানীর বাসাটিতে গত তিন মাস ধরে লিজা কাজ করছিল। বাসার লোকজন পুলিশকে জানায়, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, তবে হত্যা নাকি আত্মহত্যা এটি এখনই পরিস্কার বলা যাচ্ছে না। আমরা কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে।
লিজার পরিবারের দাবি, নির্যাতন করে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে লিজাকে।