মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের বয়স্ক ভাতা থেকে বঞ্চিত প্রায় ৫০ জন অসহায় মানুষ বুধবার ১৫ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে সামনে অবস্থান করে প্রতিবাদ জানায়।
এলাকার বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনে অক্ষম কারীরা বিগত ৬ মাস ধরে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।
তারা সংশ্লিষ্ট ব্যাংকে দীর্ঘদিন থেকে বয়স্ক ভাতা না পাওয়ায় প্রতিবাদে নামেন। এসময় তারা চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী না পাওয়ারও অভিযোগ করেন উপস্থিত বেশ কয়েকজন।
এসময় বয়স্ক ভাতা নিয়মিত পাওয়ার ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে উপস্থিত হয়ে অসহায় ও বয়োজ্যেদের আস্বস্থ করেন।
খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ঘটনাস্থলে যান। এ সময় তিনি সমাজ সেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যাংকের সাথে বয়স্ক ভাতা পাওয়ার বিষয়ে কথা বলেন।
আগামী ১৯ এপ্রিল সংশ্লিষ্ট ব্যাংক থেকে বয়স্ক ভাতা পাওয়ার নিশ্চয়তা দিলে দুস্থ ও স্বল্প উপার্জনে অক্ষম কারীরা চলে যান।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার ।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..