বরগুনা প্রতিনিধি: বরগুনাকে করোনাভাইরাস থেকে রক্ষা করার লক্ষে প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছেন বরগুনা জেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় গতকাল ১২ জুলাই রবিবার রাতে বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয়ের নির্দেশে বরগুনা সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মেহেদী হাসান এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাজমুল হাসান।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক গণপরিবহন এবং শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করার অপরাধ আমলে নেয়া হয় এবং প্রচলিত আইন অমান্যকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপ করা হয়।
এ সময় জনগনকে অপ্রয়োজনে ঘরের বাইরে না আসতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়।