দৈনিক প্রত্যয় ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি হাসপাতালে অবস্থান করছেন। ৫৫ বছর বয়সী বরিস জনসনের গত রবিবার তাকে লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ব্রিটিশ সরকারের মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, “আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নিবিড় পরিচর্যা থেকে ওয়ার্ডে সরিয়ে নেয়া হয়েছে, সেখানেও তিনি সেরে ওঠার এই প্রাথমিক পর্যায়ে নিবিড় নজরদারিতে থাকবেন। তিনি মানসিকভাবে দারুন চাঙা আছেন।”
করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পরও ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে রবিবার তাকে লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে জনসনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। তিন দিন সেখানে চিকিৎসার পর ওয়ার্ডে আনা হল তাকে।