বলা হলো না
– বিষ্ণু সাহা
আজ বৃষ্টিতে ভিজে
হয়েছি উদাস
জড়িয়ে তোমার স্মৃতি বুকে
নিয়ে কাঁধে দীর্ঘশ্বাস
কি দিন ছিলো সেদিন
ছিলো না রাত পূর্ণিমার
চাঁদ ডুবেছিলো অন্ধকারে
দেখা হয়েছিলো দুজনার
কেটেছে রাত,বেড়েছে কথা
নতুন করে আবার নতুন
স্বপ্ন দেখা।
নিয়তির কাছে হেরেছি আজ।
সত্যিই,
মন আমার উদাসী আজ
হয়েছি নিখোঁজ পুরোনো বিকেলে;
হারানো সকালে নেই আমি,
এত রঙের মাঝেও বেরঙিন সাজ।
হারাতে হারাতে আজ বিলীন,
না পাওয়াটাই বড় বেশি!
সেই গন্ধ,সেই হাসি
আমি বারবার ফিরে আসি।
বলা হলো না,
আমি আজও তোমায়
আগের মতোই ভালোবাসি।।
লেখক:
বিষ্ণু সাহা
প্রাক্তন শিক্ষার্থী নওগাঁ কে. ডি. সরকারি উচ্চ বিদ্যালয়,নওগাঁ
বর্তমান শিক্ষার্থী
নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহী
একাদশ বিজ্ঞান