নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি কম্পিউটার রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। ঘটনা তদন্তে হোটেলের এক মালিকসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
বনানী থানার এসআই শাহীন আলম দৈনিক প্রত্যয়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরি হয়ে যাওয়া কম্পিউটার মহাখালীতে হোটেল ক্রিষ্টাল ইন-এর ৪০৪ নাম্বার রুমে আছে বলে আমরা গোপন সংবাদের ভিওিতে জানতে পারি। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) অভিযান চালালে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি কম্পিউটার সেখানে আমরা পাই। ঘটনা তদন্তের জন্য হোটেলের এক মালিকসহ দু’জনকে আটক করা হয়েছে। অলরেডি একটি মামলা দায়ের হয়েছে গোপালগঞ্জ সদর থানায়।
জানা যায়, হোটেল ক্রিস্টাল ইন-এর তিনজন মালিক। পলাশ শরীফ, মিলন ও দুলাল। এরমধ্যে দুলালকে আটক করেছে পুলিশ। এক মালিক পলাশ শরীফের বাড়ী গোপালগঞ্জের গোপিনাথ পুরে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলা গোরিনাথ পুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লাচ্চুর আপন ভাই।
আটক হওয়া অপর মালিক দুলাল জানায়, পলাশ শরীফের কাছ থেকে নিলামে এই কম্পিউটার গুলো তিনি ক্রয় করেন। এরপর তিনি সেগুলো হোটেলে এনে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডা. মোঃ শাহজাহান বলেন, বিগত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া ও নিরাপওা ত্রুটির কারনে বারবার ঘটছে কম্পিউটার চুরির ঘটনা।
উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছরে দেড় শতাধিক কম্পিউটার চুরি হয়েছে।