ডা.জসিম তালুকদার,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্রগ্রাম বাঁশখালী উপজেলার চাম্বলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মুরগি ও ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায় যে, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে মুহাম্মদ নুরুল ইসলাম (৩৫) নামে এক মুরগি ও ডিম ব্যবসায়ীকে পথরোধ করে হামলা চালায় কয়েকজন ছিনতাইকারী।
এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনতাই করে তারা। ছুরিআঘাত করার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে এলাকার স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহত নুরুল ইসলাম (৩৫) চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী আব্দুর রহমানের পুত্র। তিনিও তার বাবার সাথে একই ব্যবসা করতেন।
বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সফিউল কবীর বলেন, চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরার পথে হামলার শিকার নুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান।