বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী
জসিম তালুকদার, চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দকে মরণোত্তর সম্মাননা
মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে তাকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলার ৫৫জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে চট্টগ্রাম জেলা পরিষদ।
শহীদ মৌলভী ছৈয়দ আহমদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার ভাতিজা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির ইকবাল।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদ ১৯৪৪ সালের ১১ মার্চ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের লালজীবন গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ১১ আগস্ট বঙ্গবন্ধু খুনের প্রতিবাদ করায় তাকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হয়।
আরও পড়ুন : এখনো সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী