শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক: তৃতীয় দিনের শেষ বিকেলে হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করেছিল আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সিলেটের আকাশে সূর্যটা হেলে পড়ায় শেষ রক্ষা হয়েছে সফরকারীদের। তবে তা ছিল সাময়িক, ধারণা করা হচ্ছিল অ্যান্ডি বালবার্নির দল আজ (শুক্রবার) চতুর্থ দিনের শুরুতে গুটিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষা বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা, ৭ উইকেটে আইরিশদের সংগ্রহ ১৯৮ রান।
গতকাল (বৃহস্পতিবার) দিনের ঘণ্টা দুয়েক বাকি থাকতেই ৫৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ৩০১ রানের। দ্বিতীয় ইনিংসের শুরুতে ১ উইকেটে ৬১ রান করেছিল আয়ারল্যান্ড। এরপর দিন শেষ হওয়ার আগে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। চতুর্থ দিনে নামার আগেই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে আজ আইরিশরা দিনের শুরুটা ভালো করেছে।