স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নিক পোথাস। টাইগারদের সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশের মাটিতে। কোচ হওয়ার পর পোথাস আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে-ই বাংলার মাঠে মুখোমুখি হন গণমাধ্যমের।
এ সময় বাংলাদেশ দলের কোচ হওয়ার কারণ কি, সেটাও খোলাসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। পোথাস বলছিলেন, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।’
বাংলাদেশ দল টেস্ট ও টি-টোয়েন্টিতে খুব একটা ভালো নয়। পোথাসের ভাষ্যে, ‘জাদু লাগবে যাতে খুব দ্রুত ব্যাটিং বদলে ফেলা যায়! মজা করছিলাম। দেখুন, সবকিছুরই সময় প্রয়োজন। একটা নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না। আমার আগে তাদেরকে দেখতে হবে। আমি তাদের যে সামর্থ্য দেখেছি, ভালো না করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এক দল শীর্ষে থাকা মানে অন্য দলের অবনমন। এই উত্থান-পতনের সাথেই চলতে হবে। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই।’
বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে খুবই গরম। এ সময় টেস্ট খেলাটা একটু চ্যালেঞ্জ কি না, এমন প্রশ্নে পোথাস বলেন, ‘ক্যাম্প দারুণ চলছে। ছেলেরা বিশ্রাম পেয়েছে। সবাই বেশ ভালোভাবে প্রস্তুত। প্রধান কোচ এলে ইনটেনসিটিও বাড়বে। তবে গত ৩ দিন দারুণ কেটেছে। গরম নিয়ে বলব, বাংলাদেশে তো গরমই থাকে।’