ওয়েব ডেস্ক: বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নাই। যেখানে জনগণের মত প্রতিফলিত হয়। আর তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সংসদ সদস্য চিঠি লিখেছেন ইউরোপীয় ইউনিয়নের হাইরিপ্রেজেন্টেটিভ জোসেফ বরালকে।
চলতি মাসের ১২ তারিখে লেখা হয় এই চিঠি। চিঠি লেখেন ইভান স্টিফানেক, মাইকেলা সদইরভা, আন্দ্রে কোভাচেভ, কারেন মিলিখার, জেভিয়ার নার্ত এবং হেইদি হাউতুলা।
চিঠিতে তারা আরো অভিযোগ করেন, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে তারা দাবি করেন, মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে। সেই সাথে আহ্বান জানান বেগম খালেদা জিয়ার মুক্তিরও। দাবি করেন নির্বাচনে বিএনপিসহ প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ।
চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করায় জোর দেয়া হয় চিঠিতে। ইইউ বাংলাদেশের অন্যতম অংশীদার উল্লেখ করে চিঠিতে বলা হয় ইইউকে শুধুমাত্র বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে মানবাধিকার এজেন্ডা নিয়ে অবিরাম সংলাপে থাকাই নয়, বাস্তব ফলাফলও আনতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এবং জড়িতদের ইউরোপীয় ইউনিয়ন জোনে প্রবেশের সীমাবদ্ধতার মতো সম্ভাব্য ব্যবস্থা, বা GSP+ প্রণোদনার শর্তগুলির নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া যার জন্য বাংলাদেশ একটি দরদাতা মূল্যায়ন করা যেতে পারে।
ইইউ পার্লামেন্টের সবচেয়ে বড় এবং পুরোনো গ্রুপ ইপিপি সদস্য স্টেফানেক ইভানের সংসদীয় সহকারী ভেরোনিকা প্রাইসেলোভা চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সূত্র: চ্যানেল ২৪