স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে জয়ে ফেরার মিশন বাংলাদেশের। এই ম্যাচে কী পারবে টাইগাররা জয়ে ফিরতে? আপাতত প্রশ্ন তোলা থাকলো ম্যাচ শেষ হওয়ার পর পর্যন্ত। তার আগে দেখে নেয়া যাক, কোন দলের প্রস্তুতি কেমন!
বিশ্বকাপের আগে তুমুল ফর্মে থাকা তাওহিদ হৃদয় বিশ্বকাপে এসে একেবারে হারিয়ে গিয়েছিলেন যেন। কোনো রানই করতে পারছিলেন না। যে কারণে, গত দুই ম্যাচে তাকে বাদ দিয়েই একাদশ সাজানো হয়েছিলো।
এবার আবারও তাকে ফেরানো হলো। পাকিস্তানের বিপক্ষে শেখ মাহদি হাসানকে বাদ দিয়ে একাদশে নেয়া হলো তাওহিদকে। এই একটি পরিবর্তনই আনা হলো বাংলাদেশের একাদশে।
অন্যদিকে তিন পরিবর্তন আনা হয়েছে পাকিস্তান একাদশে। শাদাব খান, ইমাম-উল হক এবং মোহাম্মদ নওয়াজকে বাদ দিয়ে নেয়া হয়েছে ফাখর জামান, আগা সালমান এবং উসামা মিরকে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিকি, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।