প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি প্রতিনিধিঃ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি ইউনিট বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর সকাল ১০ঘটিকা দুপুর ২ঘটিকা পযন্ত এফপিএবি রাঙামাটি শাখা নিউ কোর্ট বিল্ডিং নিজস্ব কার্য্যলয়ে সভার বার্ষিক কার্যবিবরনী পাঠ ,পর্যালোচনা ও অকুমোদন করা হয় ।
এফপিএবি রাঙামাটি ইউনিটের সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আজীবন সদস্য সাবেক সফল পৌর চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ,আজীবন সদস্য ইন্দ্রদক্ত তালুকদার , এফপিএবি সাবেক সভাপতি আজীবন সদস্য মো.ইউছুফ, কোষাধ্যক্ষ আবুল কালাম (আকাশ) এফপিএবি চিকিৎসক ডা.কেটি চাক। কার্যকারী পরিষদের সহ-সভাপতি ঝিমিকামাল, জামশেদুল আলম চৌধুরী, সোলায়মান, চৌধুরী হারুনুর রশীদ ও খোকন দে সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে এফপিএবি রাঙামাটি শাখার জেলা কর্মকর্তা অরুন কুমার শীল বার্ষিক কার্যবিবরণীতে সমন্বিত প্রজনন স্থাস্থ্য সেবা সম্পর্কে বলেন, বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার অত্যান্ত বেশী। এদেশে তথা পাহাড়ে এখনও ৮৫ শতাংশ ডেলীভারী হয দুর্গম প্রত্যন্তঞ্চলে সনাতন ধাত্রীদেরও মাধ্যমে।গর্ভপুর্ব এবং গর্ভোত্তর সেবা গ্রহনকারীর হারও উল্লেখ করার মত নয় । পার্বত্যঞ্চলে এ অবস্থা আরও করুণ। এ পাহাড়ী অঞ্চলে মাতৃ- শিশু মৃত্যু হার কমানোতে সচেতনা বৃদ্ধি, সর্বোপরি প্রজনন স্থাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে রাঙামাটি জেলার সদর এবং নানিয়াচর উপজেলায় কার্যক্রম চলছে।
ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের প্রজনন স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনা, প্যাথলজি, ইওসি সেবা(নরমাল ও সিজারিয়ান)মাসিক নিয়মিতকরণ(এমআর) সাধারণ রোগের চিকিৎসা প্রভৃতি সেবাসহ অন্যানা সেবা প্রদান করা হচ্ছে। এসব সেবার পাশাপাশি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমেও অন্যান্য প্রকল্প সমুহের সেবা গ্রহনকারীদেরও ব্যাকআপ সাপোর্ট দেওয়া হচ্ছে।
উল্লেখ্য সরকারীভাবে চলতি বছরে বিশ্ব জনসংখ্যা দিবসে এফপিএবি সিবিডি কার্যক্রমে রাঙামাটি তিনটি উপজেলা যথাক্রমে লংগদু, রাজস্থলী ও নানিয়াচর শ্রেষ্ঠ বে-সরকারী সংস্থা হিসাবে স্বীকৃতি লাভসহ সনদপত্র অর্জন করেছেন।