নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ( এফপিএবি) রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি এফপিএবির শাখার মিলনায়তনে এ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. মুজিবুর রহমান।
কার্য নির্বাহী সদস্য মোঃ সোলায়মান এর পরিচালনায় সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন জেলা কর্মকর্তা অলিভ আল আসাদ, আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আবুল কালাম আকাশ। সভায় সংগঠনের আজীবন ও বার্ষিক সদস্যরা সাধারণ সভায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন।
প্রথম অধিবেশনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি রাঙামাটি শাখার যে সকল স্বেচ্ছাসেবী ,কর্ম
কর্তা কর্মচারী নিকটত্নীয় পরলোক গমন করেছেন সে সমস্ত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও আত্নার শান্তি কামনায় শোক প্রস্তাবে লিপিবদ্ধ করেন। এবং দাড়িয়ে একমিনিট নীরবতা পালন করেন। এফপিএবির রাঙামাটি শাখার ২০২১-২০২২ সালের কার্যক্রমের প্রতিবেদন কণ্ঠভোটে অনুমোদন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমা রহমান সভাপতি, শাহ এমরান রোকন সাধারণ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ট্রেজারার , সদস্য মুজিবুর রহমান, জামশেদ চৌধুরী , খোকন কুমার দে,জাতীয় কাউন্সিলার পদে চৌধুরী হারুনুর রশীদ,মুজিবুর রহমান ও যুব কাউন্সিলারপদে সানজিয়া জাহান চৌধুরী নির্বাচিত হন। পুরাতন কার্যকরি পরিষদের বিদায় ও নতুন নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।