এস এম সালমান হৃদয়,বগুড়া:
বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ঋণ প্রদানের সক্ষমতা অর্জন করেছে এমন মন্তব্য করে বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী এমপি বলেছেন, একের পর এক মাইলফলক গড়ে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে গত ১২ বছরে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করে বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে সারা বিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে বাংলাদেশে যা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এছাড়া শিক্ষা কার্যক্রম পূর্ণদমে চালুর পূর্বেই সরকার শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব শতবর্ষের উপহার হিসেবে ৯ জুন ২০২১ বিকেলে বগুড়া সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে সরলিয়া ওয়াব্দাবাধ হতে মুশারপাড়ায ৮৩ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত সড়কের উদ্বোধনকালে সাহাদারা মান্নান শিল্পী এমপি বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মোঃ মিনহাদুজ্জামান লীটন,উপজেলা আওয়ামীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক,তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শামছুল হক মন্ডল,মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন,তেকানী চুকাই নগর ইউনিয়ন আওয়ামীগ সভাপতি মহিদুল ইসলাম খন্দকার, সম্পাদক নুর আলম লিখন প্রমুখ।