চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ গতকাল শুক্রবার ৪৭তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম সম্পর্কে পূর্ণ্যাথী ও দায়ক-দায়িকাদের মুখে মুখে শুনা যায় রেড ক্রিসেন্ট ভালো কাজগুলো করছে।
কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার বৃহৎ রাজবন বিহারে ৪৭তম দানোত্তম কঠিন চীবর দান ২০২০খ্রি. উপলক্ষ্যে আগত সকল পূর্ণ্যাথী ও দায়ক-দায়িকাদের মাঝে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার দেয়া, মাইকিং করে সচেতনতা বৃদ্ধি, হাত ধোঁয়া বেসিনের ব্যবস্থা সহ ট্রাফিক পুলিশকে গাড়ি নিয়ন্ত্রণে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।
রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মাহফুজ বলেন, আমরা কাজ করি মানবতায় বিশ্বাস রেখে। সাম্প্রদায়িক কোন চিন্তা রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটে আসতে পারেনি আমি দায়িত্বরত থাকা অবস্থায়। বিগত সময়ে কি হয়েছে সেটা মুখ্য নয়। মুখ্য হল আমি মাহফুজ থাকা অবস্থায় যেন কোন প্রকার অসাম্প্রদায়িক কাজ না করে ৭ মূলনীতি’তে বিশ্বাস করে কাজ করা এই আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস/রেড ক্রিসেন্ট।
আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি জন্মলগ্ন থেকেই। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংগঠন আমাকে সেবাব্রত কাজ করার সুযোগ আরো বাড়িয়ে দিয়েছে। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মানব’র সেবা করে যাব ইনশাআল্লাহ।
যুব স্বেচ্ছাসেবক খাদীজা রহমান ও নাদিয়া ইসলাম’র কথ্য ভাষায় আজকে দিনে তাদের সেরা প্রাপ্তি, হারিয়ে যাওয়া ছোট্ট শিশুটাকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছিল। স্বেচ্ছাসেবক হিসাবে সেরা প্রাপ্তি পেয়েছিল বলে যুব স্বেচ্ছাসেবক মাসুদ রানা হৃদয় রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবক হতে পেরে নিজেকে গর্ববোধ করছে।