বিশেষ প্রতিবেদন,কলকাতা:করোনা আবহে রোগী প্রত্যাখ্যানের রোগ কমছে না কলকাতার হাসপাতালগুলির। শুক্রবারও পর পর হাসপাতালের প্রত্যাখ্যানে শেষ পর্যন্ত অসহায় ভাবে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার মোহনপুরের এক যুবকের। মৃত যুবকের নাম রূপঙ্কর সিংহ। তাঁর পরিবার জানিয়েছে, স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি।
অভিযোগ উঠেছে, করোনা সংক্রমিত সন্দেহে ওই যুবককে পর পর তিনটি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়। বিনা চিকিৎসায় অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়িয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। শেষে চতুর্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অথচ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও রোগীকেই হাসপাতাল থেকে ফেরানো যাবে না। এ ছাড়া মেনে চলতে হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নিয়মও নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি। কিন্তু পর পর রোগী প্রত্যাখ্যান ও মৃত্যুর ঘটনায় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নির্দেশ অনেক হাসপাতালই মানছে না।
এদিকে, রাজ্যে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৩ হাজার পেরিয়ে গেল শুক্রবার। এদিন মোট ৩ হাজার ৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগের বুলেটিন জানিয়েছে। এর ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩৫৮ জন। এর মধ্যে কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা ৩১ হাজার ৮৫ জন, উত্তর ২৪ পরগনায় ২৩ হাজার ৪৬৭ জন, হাওড়ায় ১০ হাজার ৮১৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮ হাজার ১৩৩ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। ফলে রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৩১৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬ জনের। উত্তর ২৪ পরগনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪০ জন, হাওড়ায় ২৮১ জন, দক্ষিণ ২৪ পরগনায় মোট মৃত্যুর সংখ্যা ১২৬ জন।
তবে করোনা থেকে রাজ্যে সেরেও উঠছেন অনেক মানুষ। শেষ ২৪ পরগনায় করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৭২ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮১ হাজার ১৮৯ জন। ফলে বেড়েছে সুস্থতার হারও। রাজ্যে এখন সুস্থতার হার বেড়ে ৭৩.৫৭ শতাংশ। এই মুহূর্তে গোটা রাজ্যে মোট ২৬ হাজার ৮৫০ জনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে বলে বুলেটিন থেকে জানা গিয়েছে। এদিন কলকাতা শহরে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬১৫ জন। মৃত্যু হয়েছে ২১ জনের। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৬০৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৫৪ জন, পূর্ব মেদিনীপুরে ২২৪ জন ও হাওড়ায় সংক্রমিত হয়েছেন ২১৮ জন।