বিশেষ প্রতিবেদন,কলকাতা:
পশ্চিমবাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, এদিন ৩১৭ জনের শরীরে কোভিড–১৯ সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫ হাজার ১৩০ জন। পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবাংলা সরকার বিষয়টিকে মোটেও হালকা ভাবে নিতে রাজি নয়। শনিবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, ১৫ জুন পর্যন্ত সারা রাজ্যে লকডাউন জারি থাকবে। যদিও এদিনই কেন্দ্রীয় সরকার পঞ্চম দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করেছে।
এদিন যাঁদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে কলকাতারই ৮০ জন, হাওড়ার ৪২ জন, উত্তর দিনাজপুরের ৩৮ জন, কোচবিহারের ৩২ জন, উত্তর ২৪ পরগনার ৩০ জন এবং বীরভূমের ২২ জন রয়েছেন। বাকি সংক্রমিতরা অন্য জেলাগুলির বাসিন্দা। সূত্রের খবর, কোচবিহারের ৩২ জন সংক্রমিতই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এই পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের শিলিগুড়ির কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার করোনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৪৩৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৯৪ হাজার ৩৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
করোনা সংক্রমিতদের মধ্যে রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়িয়ে গিয়েছে। এদিন পর্যন্ত করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৯। এ ছাড়া কো–মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এদিন যে ৭ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে কলকাতারই ৬ জন। এ ছাড়া উত্তর ২৪ পরগনার একজনের মৃত্যু হয়েছে। কলকাতায় করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২০০ পেরিয়েছে এদিন। শহরে এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যুর সংখ্যা ২০২ জন। মৃতদের মধ্যে কো–মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৫২ জনের। তবে কলকাতায় এদিন ৪৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এখনও পর্যন্ত শহরে মোট সুস্থর সংখ্যা ১ হাজার ৯৭০ জন।