বিশেষ প্রতিবেদন,কলকাতা:বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন নিয়ে এলো দুঃসংবাদ। শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৭৫ জন। একদিনে আক্রান্তের হিসেবে যদিও এটা রেকর্ড নয়, এর আগে গত ১২ জুন সংক্রমিত হয়েছিলেন ৪৭৬ জন। এখনও পর্যন্ত সংক্রমণের দিক থেকে সেটাই ছিল সবচেয়ে বেশি। তার মানে সেই সংক্রমণ–সংখ্যা থেকে মাত্র ১ জন কম। মৃত্যুর সংখ্যাটাও এদিন ছিল তুলনামূলক ভাবে একটু বেশিই। শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫ জনের।
ফলে রাজ্যে করোনা সংক্রমিতের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ জনে। যদিও এই মৃতদের মধ্যে কো–মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৪৫০ জনের। মোট সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ৬৪৮ জন। তবে এই আশঙ্কার মধ্যে রাজ্যে সুস্থ হওয়ার সংখ্যা যথেষ্ট বেশি। বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় কোভিড–১৯ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪৮৮ জন। ফলে রাজ্যে করোনা–মুক্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ হাজার ১৯০ জনে। করোনা থেকে সুস্থ হওয়ার এই সংখ্যাই আপাতত রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে আশার আলো। রাজ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার হার দাঁড়িয়েছে ৬৫.১২ শতাংশ। জানা গিয়েছে, এখন যাঁদের শরীরে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে, সেই সংখ্যাটা হল ৪ হাজার ৮৫২ জন।
এদিকে, করোনা–মুক্ত হয়ে নজির গড়েছেন ৯৪ বছরের এক বৃদ্ধ। তিনি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা। শ্বাস কষ্ট নিয়ে ৯ জুন তিনি কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। উপসর্গ দেখে তাঁর লালারস পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার পর টানা ১৭ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সুস্থ হয়ে উঠলেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার তিনি বাড়িও ফিরে যান। এখনও পর্যন্ত রাজ্যে তিনিই প্রবীণতম মানুষ, যিনি করোনাকে জয় করে বাড়ি ফিরে গিয়েছেন। এর আগে ৯২ বছরের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে বাঁচানো যায়নি। তাই এই ৯৪ বছরের বৃদ্ধকে বাঁচানোর সমস্ত রকম চেষ্টা চালিয়েছেন চিকিৎসকরা। অবশেষে তাঁরা জয়ী হলেন। ৯৪ বছরের এই বৃদ্ধ বাড়ি ফিরে গেলেন।