রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ( প্রতারনার দায়ে বর্তমানে সাময়িক বরখাস্ত) স্বাস্থ্য কর্মী মোঃ শাহাদাৎ হোসেন কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে বাঘাইছড়ি থানার এস আই রানা বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল । আটক শাহাদাৎ হোসেন বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার পুরাতন মারিশ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এনতাজ আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান আটক শাহাদাৎ হোসেন সরকারি চাকুরীর পাশাপাশি মুক্তি যোদ্ধা বিষয়ক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছে। মামলার এজাহারে উল্লেখিত বিষয় পর্যালোচনা করে দেখাযায় একই উপজেলার বারোবিন্দু ঘাট এলাকার লিটন চাকমা বাদী হয়ে রাঙ্গামাটির আদালতে ২৫-৮-২০২০ তারিখে জালিয়াতির এই মামলা করেন। মামলার বাদী লিটন চাকমা জানায় শাহাদাৎ হোসেন তার স্ত্রী নিশি চাকমাকে পরিবার পরিকল্পনা বিভাগে স্বাস্থ্য সহকারী পদে চাকরীর প্রলোভোন দেখিয়ে ২০ লক্ষ টাকা নেয় কিন্তু চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে গড়িমসি করে পরে স্থানীয় মুরুব্বি ও নেতাকর্মীদের মধ্যস্ততায় সালিশের মাধ্যমে তার নিজ নামিও সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় শাহাদাৎ হোসেন হিসাব -নং (১০৮০০১০৮৫) নাম্বারে ২০ লক্ষ টাকার চেক প্রদান করে কিন্তু নির্দারিত সময়ে টাকা উত্তলন করতে গিয়ে দেখাযায় তার হিসাব নাম্বারে কোন টাকা নেই তাই এক প্রকার বাধ্য হয়ে আদালতের দারস্থ হই।
একই মামলায় আগেও একবার পুলিশের হাতে আটক হয়ে হাজতবাসী হয়েছিলো শাহাদাৎ হোসেন তখন রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে যা এখনো বলবৎ রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় একই কায়দায় আরো বহু মানুষের সাথে সে জালিয়াতি করেছে বলে অভিযোগ রয়েছে।