কক্সবাজার জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মঙ্গল ঝিরি এলাকায় বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে পড়ে মোহাম্মদ বেলাল ও ইমংচিং মারমার উপর।
জানা গেছে গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার সময় দুই শ্রমিকের উপর পাহাড়ের মাটি ধসে পড়লে ঘটনাস্থল থেকে ইমংচিংকে উদ্ধার করা গেলেও মোহাম্মদ বেলাল এখনো নিখোঁজ রয়েছে।এক শ্রমিক নিখোঁজ ও অপর শ্রমিক আহত অবস্থায় আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।অন্য দিকে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে জন্য স্থানীয় লোকজনসহ দমকল বাহিনী ও সেনাবাহিনীর সাহায্য নিয়ে উদ্বার কাজ চালিয়ে যাচ্ছে।এই বেপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউনুল ইসলাম ও নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফ্যোগ্যে মারমা জানিয়েছেন, বিকেলে চার শ্রমিক মঙ্গল ঝিড়ি এলাকায় বাঁশ কাটতে গেলে সেখানে বৃষ্টির সময় দুই শ্রমিক মোহাম্মদ বেলাল ও ইমংচিং মারমার ওপর ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। ইমংচিংকে উদ্ধার করা গেলেও অপর নিখোঁজ মোহাম্মদ বেলাল কে উদ্বার অভিযান চালিয়ে যাচ্ছে।