নিজস্ব সংবাদদাতা:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বেটতলী পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মায়নমারের এক যুবক সহ ২জন গ্রেফতার করেছে সোনাইছড়ি তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানিক ইনফরমেশন টিম।
গত ১২আগষ্ট বুধবার বিকাল সাড়ে ৫ টায় সোনাইছড়ি পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযানে পৃথকভাবে ৩৯,হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেন নাইক্ষ্যংছড়ি থানা’র এস আই নরুল ইসলাম ও সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের এস আই জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে পুলিশের ফোর্স বটতলী বাজার ৬নং ওয়ার্ড়ে এলাকায় অভিযান পরিচালনা করে উল্ল্যেখিত ইয়াবাসহ মায়নমার নাগরিক চুচু অং রাখাইন( ১৯)ও জুমখোলা ২নংওয়ার্ড়ের মংসাফ্রু মার্মা( ৩২) কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আটক আসামী ও পলাতক আরো কয়েক জনকে অসামী করে তাদেঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হবে বলে তিনি এই প্রতিবেদকে জানান তিনি।
তবে পুলিশ সূত্রে জানাযায় আটককৃতরা চুনোপুঁটি। তাদের প্রকৃত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্চে।
ওসি মোহাম্মদ আলমগীর হোসেন আরো বলেন মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের সঙ্গে আমার কোনো আপস নেই। যতো ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।মাদক কারবারীর শিকড় সহ তুলে নেওয়া হবে এবং অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
রিপোর্ট:মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু,কক্সবাজার।