স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপটা ভালো যাচ্ছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। ওয়ানডেতে বিশ্বের এক নং ব্যাটার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বিশ্বকাপে কোন সেঞ্চুরির দেখা পাননি তিনি। ভারতের বিপক্ষে ৫০ রান করলেও মোকাবেলা করেছেন ৫৮টি বল, যা বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটের সঙ্গে ঠিক মানানসই নয়।
বাবর আজমের এমন মন্থর গতির ব্যাটিংয়ের এবার সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর। স্টার স্পোর্টসের ক্রিকেট আলোচনায় গম্ভির বলেন, ‘বাবর আজম খুবই ধীর গতিতে খেলছিল। দুইজন ব্যাটার একটি জুটিতে কখনো একই ধারায় খেলতে পারে না। একজনকে সুযোগ নিতেই হবে। যদি আপনি পঞ্চাশ বা নিজের রানের জন্য খেলেন তাহলে এমন পরাজয়ই আপনাকে বরণ করে নিতে হবে।’
বাবর আজম সাম্প্রতিক সময়ের পাকিস্তানের সেরা ব্যাটার; কিন্তু তাকে প্রয়োজন অনুযায়ী শহিদ আফ্রিদি কিংবা ইমরান নাজিরদের মত বিধ্বংসী হওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর।
‘বাবর আজম নিজের জন্য অনেক রান করেছে কিন্তু পাকিস্তানের ইতিহাসের দিকে তাকালে দেখবো যারা শুরুর দিকে ব্যাট করেছে যেমন শহীদ আফ্রিদি, ইমরান নাজির কিংবা তৌফিক ওমর তারা দ্রুত রান তুলতেন। অথচ বর্তমান পাকিস্তানের শুরুর দিকের ব্যাটসম্যানদের দেখুন, কেউই প্রতিপক্ষকে ওইরকম আক্রমণ করার মত নেই।’
পাকিস্তানকে আরো ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘যখন আপনি সেরা বোলিং লাইনআপের বিপক্ষে খেলবেন তখন আপনাকে ড্রেসিং রুমেই পরিকল্পনা করে নামতে হবে আপনি ভয়ডরহীন খেলে ১৫০ রানে আউট হবেন কিনা অথবা ধীর গতিতেই খেলতে থাকবেন কিনা।’