1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বাবার জন্য হতে হবে !!!

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪০১ Time View

বাবার জন্য হতে হবে!!!

নিজের জন্য না হলেও বাবার জন্য হতে হবে!!! গত ৩০জুন ৩৮তম “”বিসিএস”” এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।। ফলাফল খবর অবশ্যই আমি বাবার আগে ফেসবুকে পেয়েছি।

বাবা তো আর আমার মতো এতো আধুনিক না!!! তাই তিনি ফেসবুক কি বুঝলেও তা ব্যবহার করে খবর পড়া হয়তো বাবার জন্য
অনেকটা বাঙ্গালিকে চায়নিজ ভাষা শিখানোর মতো কষ্টকর ব্যাপার হয়ে যাবে!! তাই অবশ্যই খবরটা পেতে বাবাকে রাত অবধি
অপেক্ষা করতে হয়েছিল।।।

বাবা যখন রাতের খাবার শেষ করে,
টেলিভিশনটা অন করলো তখন বাবা “বিসিএস” এর ফলাফলের খবরটা দেখলো।।
আমি তখন বাবার পাশে বসা ছিলাম, ফেসবুকিং করতেছিলাম।।৷ আর খেয়াল করতেছিলাম বাবা ঐ খবরটা অনেক
মনোযোগ দিয়ে শোনতেছেন!!! এক সময় দেখি টেলিভিশনে সদ্য ক্যাডারদের সাফল্য শোনে, তাদের সোনার হরিণ পাওয়ার পিছনের গল্প শোনে বাবা কেঁদে ফেললেন!!!

আমি বাবার দিকে তাকাই, আর বাপজান আমার দিকে, কোনো কথা বলে না!! বাবার কান্না দেখে আমি কেঁদে ফেললাম।। আর বাবাকে বলি,,,
কি হয়েছে???……..

বাবা আমাকে কয়েক সেকেন্ড পর বুকে জড়িয়ে ধরে বলে,, “”তোকে একদিন হতে হবে!!! তোকে একদিন “বিসিএস” ক্যাডার হতে
হবে!! সেদিন খুশিতে বাড়িতে গরু-মহিষ জবাই হবে।। সেদিন আমি প্রাণ খোলে হাসবো, খুশিতে আত্মহারা৷ হবো। আর সে দিন দেখার জন্য আমি আল্লাহর কাছে সেদিন অবধি বাঁচার ইচ্ছে পোষণ করবো!! কথা দে তুই হবি বাবা,
তুই চেষ্টা করবি””।।।………,,

বাবাকে প্রাণ খোলে হাসানোর জন্য,, আমি ভাবলাম আমাকে চেষ্টা করতে হবে।।। আমার
জন্য না হলেও বাবার স্বপ্ন পূরণের জন্য হলেও ক্যাডার আমাকে হতেই হবে।।। তাহলে বাবার ছেলে হয়ে বাবার ঋণ কিছুটা হলে শোধ হবে!!!,,,……….

বাবারা আমাদের জন্য অনেক কিছু করেছেন।। অনেক কষ্ট করছেন।। তাহলে আসুন
আমরা নিজের জন্য না হলে বাবার জন্য হলেও ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করি।।।………
“”নিজের জন্য না হলেও
বাবা- মা’র জন্য করতে হবে, হতে হবে এবং আমাকেই হতে হবে””!!!

সাকিব চৌধুরী নয়ন, অনার্স ১ম বর্ষ।

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..