1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বাবা খুঁজছে ছেলের লাস,তিনদিনেও মেলেনি সন্ধান

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৮৩ Time View

সুমন,মোংলা(বাগেরহসট)সংবাদদাতা: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে গত শুক্রবার বাড়ি থেকে রওনা হয়েছিল আপন দুই ভাই সাগর নাথ ও হিলটন নাথসহ আরো দুজন। অবৈধ ভাবে মাছ শিকারের দায়ে বড়ো ভাই সাগর নাথ সহ বাকি দুজন বন রক্ষিদের হাতে আটক হয়। নিখোঁজ রয়েছে সাগর নাথের আপন ছোট ভাই হিলটন নাথ। হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবার সহ এলাকাবাসি পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে খুজেঁ বেরাচ্ছে। নিরুপায় হয়ে সন্তানকে ফিরে পেতে স্থানীয় প্রশাসনের কাছে মা আকুতি জানিয়েছেন।

হিলটন নাথের চাচা স্বপন নাথ বলে হিলটন মোংলা ইপিজেডের কর্মরতো একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড়ো ভাইসহ আরো দুজনের সাথে সুন্দরবনে খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথ সহ আরো দুজনকে বন রক্ষিরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগর সহ অন্যরা জানায় রাতে বনরক্ষিরা তাদের আটককালে হিলটন সহ তারা ভয়ে নদীতে ঝাঁপ দেয় , কিন্তু তাদের তিন জনকে বনরক্ষিরা আটক করতে পারলেও হিলটনকে পায়নি। শনিবার (৮ এপ্রিল) থেকে আমরাও পরিবারের লোক জন সহ এলাকা বাসি হিলটনকে নদী এবং জঙ্গলে অনেক খোজা খু্ঁজি করে এখনো তার সন্ধান পাইনি সে মরে গেছে নাকি বেচেঁ আছে তাও বলতে পারছিনা।

দারিদ্র্যেতার জন্য মাঝ বয়সী নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ বলেন আমার দুইটা ছেলে বড়ো ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানিনা আমার বুকের মানিক বেচেঁ আছে নাকি মরে গেছে। শনিবার থেক আজ পর্যন্ত গ্রাম বাসি অনেক খোজা খুঁজি করেও আমার ছেলেকে খুঁজে পায়নি। আপনারা আমার ছেলেকে খুঁজে পেতে আমাকে সহায়তা করুন। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত আমাকে দেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধ ভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষিদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিন জনকে নৌকা সহ আটক করা হলেও এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটককৃতদের সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তারা তা অস্বিকার করে বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। এবং নিখোঁজ ব্যক্তির সম্পর্কে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি।

করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান সোমবার (১০ এপ্রিল) চিলা এলাকার কিছু লোক আমাকে এসে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমি আমার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষিদের পাঠানো হয়েছে বনে ও নদীতে ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..