নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে বাবুরহাট গ্রীণফিল্ড কলেজ’র এইচ.এস.সি ব্যাচ ২০২২ এর পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষের আয়োজনে উক্ত কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোঃ ইসমাইল ভূইয়া এর সভাপতিত্বে এসময় এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী ডিগ্রী কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল্লাহ স্যার। এবং প্রধাণ আলোচক হিসিবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনস্থ শ্রম অধিদফতর এর সহকারী পরিচালক মোঃ মোস্তফা আজিজুল করিম।
বেলা ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে ২টি পর্বের প্রথম পর্বে ছিলো মহা পবিত্র কোরআন তেলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিজ নিজ আসনে অধিষ্ঠিত করা, সহ আলোচনা পর্ব।
আলোচনা পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধাণ আলোচক তাদের বক্তব্যে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাতে গড়বে নতুন দেশ। সুতরাং শুধু মাত্র পরীক্ষায় পাশ করলে হবে না, মানুষের মত মানুষ হতে হবে। নিজের ভেতর দেশ প্রেম জাগিয়ে তুলতে হবে। তবেই তোমাদের শিক্ষা সার্থক হবে। এছাড়াও পরীক্ষায় যাবার সময় বাবা মায়ের দোয়া নেয়া, হলে পৌঁছে প্রশ্নপত্র হাতে পেয়ে তাড়াহুড়া না করে ঝুঝেশোনে সকল প্রশ্নের জবাব সহ নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
কলেজ এর প্রভাষক মারুফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন
আড়াই হাজার রোকন উদ্দিন মোল্লা ডিগ্রী কলেজ এর অধ্যাপক মোঃ লুৎফর রহমান, নরসিংদী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সাধারন সম্পাদক হাজ্বী রোমান, বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, হাজ্বী আবেদ আলী ডিগ্রী কলেজ এর প্রভাষক মোঃ বেলাল আহমেদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর সভাপতি ধুপতারা ( আড়াই হাজার) এলাকার ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মঞ্জুরুল আলম হীরা ও সাংবাদিক ওমর ফারুক।
পরে ২য় পর্বে শিক্ষার্থীদের বাৎসরিক শতভাগ উপস্থিতি বিবেচনায় পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘণ বক্তব্যে। সবশেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়।