বাস্তবতার চোয়া
–মোঃ আরিফুল ইসলাম (হৃদয়)
বাস্তবতার চোয়া দিয়ে,
বলছি গল্প একে একে
রাগ যদি ভাই করস হেসে
করবি ত মাফ বন্ধু সেজে
ভালবাসা ভালবেসে
তরুণী গেল অন্ধ দেশে
মরছে শিশু, মারছে কে
হচ্ছে ধর্ষণ, করছে কে
মরছে মানুষ, গরুর ভেশে
বাচাও গরু, মানুষ মেরে
আজ গেল হেরে মানবতা
জিতে ধর্ম–কর্ম রাজপথে
ঐ
মাদক মুক্ত দেশ গড়ে
লাভ হবে কি তুর বেশ করে
ওরে পাগল যা মরে
শান্তির পথ ত আর নেই রে
ধর্ম যখন ব্যবসা করে
মানুষ তখন লাশঘরে
ঐ
শহিদি বাবরি মসজিদ
মায়ানমারে মুসলিম
পাকিস্তানে হিন্দু মরে
চীনে বাজায় দিয়ে বিষ
শান্তি যখন বাংলাদেশে
পাগল তুর কেন মন কান্দে
ঐ
বেকার যুবকে মাতাল হয়ে
দেখা হবে কি রাজপথে
উগ্রবাদে মিচিল দরে
শান্তি নিবো মেরে কেরে
আদম শিশু মরলো পরে
হাবিল কাবিল যুদ্ধ লেগে
ঐ
ইয়াজিদি সেনা মারলো কারো?
মুসলমানের লেবাস বেশে
অনন্তকাল থাকবে তারা
মুহাম্মদের উন্মত সেজে।
ব্যর্থ তারা যুদ্ধে জিতে,
তান্ডব তাদের মন করে
ঐ
মরছে মানুষ যা দেখে,
গল্প গুজবে সব পেশে
শান্তি ক্লান্তি সব শেষে,
হাসছস কি তুই মানব ভেশে
আসলে যে তুই রাক্ষসে,
আমার তুলি তাই আখে
ঐ
যুদ্ধ যদি লাগে শেষে
সিন্ধু হিন্দু একাকারে
করিয়ে দেই মনে তুরে
পান্ডব আর কৃষ্ণ ভেশে
কারবালা না হয় মানিস নারে
ভেবে দেখিস জিতছে কেরে
ইতিহাসের পাতা ছিড়ে
বলছি তুরে অনুরোধে
___ () ___