প্রত্যয় নিউজডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো যখন দেশের জার্সি গায়ে খেলছেন লিসবনের মাঠে, তখন তার বাড়িতে হাত সাফাই করছিলেন এক চোর। তবে সেই চোর আবার অদ্ভুত কিসিমের। পুরো বাড়ি খালি পেয়েও মূল্যবান কোনো জিনিস কিংবা নগদ অর্থকড়ি চুরি করেনি; বরং নিয়ে গেছে রোনালদোর সইকৃত একটি জার্সি।
এমনই অভিনব চুরির ঘটনা ঘটেছে বুধবার ভোরে, রোনালদোর মাদেইরার বাড়িতে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর জন্ম মাদেইরার ফুনচালে। সেখানেই একটি সাত তলা বাড়ি কিনে নিয়েছেন তিনি। সাধারণত খেলার বিরতির সময়টায় ছুটি কাটাতে এ বাড়িতে আসেন রোনালদো।
ফলে অন্যসময় ফাঁকাই থাকে ফুনচালের এ বাড়িটি। তবে বাড়ির দেখভালের জন্য বেশ কয়েকজন কর্মচারী রাখা আছে। তাদেরই একজন ভুল করে বুধবার রাতে বাড়ির গ্যারাজের একটি দরজা খোলা রেখে দেন। সেই দরজা দিয়েই বাড়ির ভেতরে ঢোকার সুযোগ পেয়ে যান সেই অদ্ভুত চোর। ভোরে সবার অগোচরে বাড়িতে ঢুকে পড়েন তিনি।
তবে বাড়ির ভেতরে অনেক মূল্যবান জিনিসপত্র থাকলেও, কোনোটিতেই হাত দেননি সেই চোর। শুধু নিয়ে গেছেন দুইটি জিনিস; প্রথমত রোনালদোর নিজের অটোগ্রাফ দেয়া জুভেন্টাসের একটি জার্সি এবং একটি বেসবল ক্যাপ। এর বাইরে কোনোকিছুতে হাতও দেননি সেই চোর। বাড়ির বাকিসব জিনিস যেমনটা তেমনই ছিল।
এ খবরের সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশের এক মুখপাত্র সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, ‘বুধবার সকালে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়িতে চোর ঢুকেছিল।’ কিন্তু তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি সেই পুলিশ কর্মকর্তা।
শুধুমাত্র একটি জার্সি ও ক্যাপ নিয়ে গেলেও, চুরির দায় থেকে বাঁচার সুযোগ নেই সেই চোরের। রোনালদোর বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে এরই মধ্যে সনাক্ত করা গেছে সেই চোরকে। বৃহস্পতিবার তাকে গ্রেফতারের তৎপরতা শুরু করেছে মাদেইরা পুলিশ- এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস আবার পর্তুগিজ পুলিশের বরাত দিয়ে জানাচ্ছে, সেই চোরের সঙ্গে রোনালদোর পারিবারিক সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে গ্রেফতারের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছে না পুলিশ।
এ পুরো ঘটনায় রোনালদো বা তার পুরো পুরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। রোনালদো করবেনই বা কীভাবে! আন্তর্জাতিক সূচিতে তিনি এখন জাতীয় দলের সঙ্গে ব্যস্ত। বুধবার ঘটনার সময় খেলছিলেন স্পেনের সঙ্গে। আর রোববার পরের ম্যাচে মাঠে নামবেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।