প্রত্যয় ডেস্ক : আমরা মানুষ জাতি।পৃথিবিতে সব প্রানি গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। বিজ্ঞানিদের অগ্রযাত্রায় আমরা দৈনন্দিন জীবনে অনেক অবাক করা বিজ্ঞান শুনতে পাই।
এমনই কিছু অবাক করা বিজ্ঞান তুলে ধরেছেন আমাদের কথা পেইজের নিয়মিত
লেখক-আব্দুল্লাহ আল ফারদিন
*এক বছরে পৃথিবীতে ১০০০০০০বার ভুমিকম্প হয়ে থাকে।
*প্রতি সেকেন্ডে ১০০বার পৃথিবীতে বজ্রপাত হয়।
*গড়ে ১০০০লোক বজ্রপাতে মারা যায়।
*জীরাফ ২৪ঘন্টার মধ্যে মাত্র ২০মিনিট ঘুমায়।
*সারা শরির ঘুরে আসতে একটি রক্ত কোষের ৬০সেকেন্ড সময় লাগে।
*প্রতি ঘন্টায় বিশ্বজগৎ প্রায় ১কোটি মাইল বিস্তৃত হচ্ছে।
*একটি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতে ১০০০গুন বেশি।
*মানুষের হৃথপিন্ড একদিনে প্রায় ১০০,০০০বার স্পন্দন ঘঠায়।
*মাথা ছাড়া তেলাপোকা ৯দিন বাচতে পারে।
*স্থলচরের মধ্যে মানুষ ছাড়া যে প্রানি কাদতে পারে তা হলো হাতি।
*খরগোশ আর টিয়া পাখি মাথা না ঘুরিয়ে পিছনের সব কিছু দেখতে পারে।
*মানুষ চোখ খোলা রেখে হাচি দিতে পারে না।