আন্তর্জাতিক ডেস্ক: মিশরের কায়রোর গিজার পিরামিডে দুই বিদেশি নারী পর্যটককে উত্ত্যক্ত করার অভিযোগে ১৩ কিশোরকে আটক করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটর তাদেরকে আটকের এ নির্দেশ দেয়।
আটক হওয়া ওই ১৩ কিশোর এখন পুলিশের হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে।
বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই দুই নারী পিরামিড পরিদর্শনে গিয়েছিলেন। পরে স্থানীয় কিশোর ছেলেরা তাদের উত্ত্যক্ত করে।
بيقفشوا في السياح ولاكانهم كتاكيت، بيصوروا غصب، بيلمسوهم غصب!
سيادة الوزير عناني خد معاك سيادة وزير الداخلية واستقيل@KhaledElEnany6@AlsisiOfficial pic.twitter.com/phbrGxWB4X— حدث بالفعل (@7adasBelfe3l) May 5, 2022
একজন পর্যটক গাইডার ওই ভিডিও করেন এবং তিনি অভিযোগ করেন অভিযুক্ত কিশোররা নারী পর্যটকদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে। যদিও প্রধান প্রসিকিউটর অফিস জানিয়েছে, কিশোররা এমন অভিযোগ অস্বীকার করেছে।
অভিযুক্ত ওই কিশোরদের বয়স ১৩ থেকে ১৫ বছর। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে বিচারের জন্য তাদের কিশোর আদালতে পাঠানো হবে।
সূত্র: জিও নিউজ