করোনার কারণে বাংলাদেশ সরকারের নতুন নতুন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
কাতার থেকে ছুটি কাটাতে দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের বুকিং দেখাতে না পারায় অনেকেরই মিলছে না বোর্ডিং পাস, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে ছুটিতে না যেতে পেরে এক বুক কষ্ট নিয়ে কাতার এয়ারপোর্ট থেকে আবার বাসায় ফিরছেন প্রবাসীরা।
করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার বিদেশ ফেরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জারি করেছেন কঠোর বিধিনিষেধ। সরকার নতুন প্রজ্ঞাপনে করোনার ভ্যাকসিন দেয়া ব্যক্তিদের জন্য ৩ তিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন আর না দেওয়া ব্যক্তিদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা করেছেন।
বাংলাদেশ সরকারের নতুন প্রজ্ঞাপন জারির আগে দুই ডোজ টিকা নিলে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন লাগবে না এমন ঘোষণা ছিল, আগের ঘোষণা অনুযায়ী দেশে ছুটিতে যাওয়া জন্য কাতার এয়ারপোর্টে গিয়ে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী, প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের বুকিং দেখাতে না পারায় অনেকেরই মেলেনি বোর্ডিং পাস, তাই দেশে যেতে না পেরে হতাশ প্রবাসীরা, সরকারের কাছে কোয়ারেন্টাইন বাতিলের দাবি জানান তারা।
কাতার জিসিসি হোলিডেস জেনারেল ম্যানেজার রিয়াজুল ইসলাম বলেন, আগাম নোটিশ ছাড়া বাংলাদেশ সরকারের নতুন প্রজ্ঞাপনের কারণে অনেক প্রবাসী ক্ষতির শিকার, অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত এসেছে দেশে যেতে পারে নাই। প্রবাসীরা দেশে ছুটিতে না যেতে পারায় আমার যারা ট্রাভেল ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত আমরা ক্ষতির শিকার হচ্ছি।
মহামারি করোনার মধ্যে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে রেখেছেন সচল, কিন্তুক তার বিনিময়ে কতটু মূল্যায়ন পাচ্ছেন এসব প্রবাসী বাংলাদেশিরা।
মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী বাংলাদেশি একেবারে মাসিক কম বেতনে কাজ করেন, আর এসব প্রবাসীরা দেশে গিয়ে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে নিজ খরচে থাকা একেবারে অসম্ভব ব্যাপার। অন্তত মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বাতিলের দাবি জানান প্রবাসীরা।