প্রত্যয় লন্ডন ডেস্ক :
দেশের অচলাবস্থা কাটিয়ে উঠার জন্য বিনামূল্যে সপ্তাহে দু’বার করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য বৃটিশ জনগণের প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এ নিয়ে আজ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এতে লকডাউন তুলে নেয়ার পরবর্তী শিডিউল কি হবে সে সম্পর্কে ঘোষণা দেবেন। আগামী সপ্তাহ থেকে দোকানপাট, জিম এবং সেলুন খোলা রাখার অনুমতি দেয়া হবে। সীমিত আকারে আউটডোর সার্ভিস দেয়ার জন্য পাব, রেস্তোরাঁ এবং ক্যাফে খোলা রাখার অনুমতি দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। কিন্তু জনসনের মন্ত্রীরা আতঙ্ক প্রকাশ করেছেন এই বলে যে, অর্থনীতিকে মুক্ত করতে গিয়ে এমন সিদ্ধান্ত নিলে তাতে করোনা সংক্রমণ আবার বাড়তে পারে। তা সত্ত্বেও ইংল্যান্ডের প্রতিজন ব্যক্তিকে সপ্তাহে দু’বার বিনামূল্যে করোনা পরীক্ষা করার আহ্বান জানানো হবে আজ।
এ খাতে খরচ ধরা হয়েছে কয়েক শত বিলিয়ন পাউন্ড। দ্রুততার সঙ্গে করা এসব পরীক্ষার ফল জানা যাবে ঠিক আধা ঘন্টার মধ্যে। এ জন্য ল্যাবরেটরিতে বিশ্লেষণের প্রয়োজন হবে না। পরীক্ষা করা যাবে ঘরে বসেই। রোববার সন্ধ্যায় বরিস জনসন বলেছেন, সম্প্রতি এতটা মাস আমরা যে ত্যাগ স্বীকার করেছি তা যাতে বিফলে না যায়, সেটা নিশ্চিত হওয়ার জন্য এই বিশাল পরীক্ষা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে, জনগণের এই পরীক্ষার প্রস্তাব মেনে নেয়া উচিত।
আরও পড়ুন : অভ্যুত্থানচেষ্টার অভিযোগে জর্ডানের প্রিন্স ‘গৃহবন্দি’