প্রত্যয় নিউজডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মামলার অন্যতম আসামি আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোরে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন মারুকা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
বিষয়টি বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার কালাম সন্ত্রাসী ‘দেলোয়ার বাহিনী’র অন্যতম সক্রিয় সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে ‘দেলোয়ার বাহিনী’র প্রধান সন্ত্রাসী দেলোয়ারের পরিকল্পনায় অন্যান্য আসামিসহ কালাম ভুক্তভোগী গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে নির্যাতন করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূর স্বামী তার সঙ্গে দেখা করতে দীর্ঘদিন পর বাবার বাড়িতে আসেন। রাত ৯টার দিকে শয়নকক্ষে স্বামী-স্ত্রী একসঙ্গে ছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্লাহসহ অজ্ঞাত কয়েকজন দরজা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে। এরপর তার স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে।
একপর্যায়ে তারা ওই গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এতে রাজি না হলে তারা তার ওপর নির্মম নির্যাতন চালায় এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কাউকে কিছু জানালে তাকে হত্যার হুমকি দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে নির্যাতিত ওই গৃহবধূ জেলা শহর মাইজদীতে বোনের বাড়ি আশ্রয় নেন।
সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে হামলাকারীরা তাদের প্রস্তাবে রাজি না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। একপর্যায়ে রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। টনক নড়ে প্রশাসনের।