কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আলো’র মিছিল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চুড়ান্ত বির্তক প্রতিযোগিতা গত শনিবার আলো’র মিছিল পাঠাগার ও মুক্তচিন্তা চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
দূর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় এ বিষয়ের উপর প্রতিযোগীরা পক্ষে -বিপক্ষে অংশ নেয়। সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিফাত আরা ১ম বক্তা, নুসরাত জাহান ২য় বক্তা ও রেজয়ানা পারভীন দলনেতা থেকে এ বিষয়ের পক্ষে অংশ নিয়ে বিপক্ষের দল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মনি আক্তার ১ম বক্তা,রুবাইয়া আক্তার ২য় বক্তা, নাজমুন নাহার খুশি দলনেতাকে পরাজিত করে বিজয় লাভ করেছে ।
গঙ্গাচড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হকের সভাপতিত্বে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, চাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান বিটু,উপস্থিত ছিলেন আলো’র মিছিল স্কুলের শিক্ষক এস এম আল আমিন, জুয়েল সরকার ও আমির খান প্রমূখ। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ও বিজেতা দল কে পুরস্কৃত করা হবে।