স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে বেশ আশা জাগানিয়া পারফরম্যান্স করছে আফগানিস্তান। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার জায়গা করে নেয় রশিদ খানরা। বিশ্বকাপে নিয়মিত খেললেও তেমন কোনো চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। তবে এবারের বিশ্বকাপে সেই ভুল ভাঙাতে চায় আফগানরা। সে লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হাসমতউল্লাহ শাহিদির দল।
বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ক্যাপ্টেনস ডে’তে আইসিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এবারের বিশ্বকাপে সবাইকে ভালো ক্রিকেট দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।
অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কের উপস্থিতিতে আয়োজন করা হয় ক্যাপ্টেনস ডে’র। এসময় প্রতিটি অধিনায়কের কাছে টুর্নামেন্ট থেকে দলের প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় শাহিদি বলেন, ‘আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমরা সবাইকে ব্যাট হাতে একটা বোঝাতে পারবো যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’
ভারতে আফগান সমর্থক পেয়ে আপ্লুত হয়েছেন শাহিদি। তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরু হলে আমাদের আরও সমর্থক আসবে। আমরা আরও সমর্থক আশা করি যারা আমাদের স্টেডিয়ামে বসে সমর্থন দেবে। আমাদের দারুণ দক্ষতাসম্পন্ন স্পিনার রয়েছে এবং এখানকার আবহাওয়াও তাদের জন্য উপযোগী পাশাপাশি ভালো ব্যাটসম্যানও রয়েছে আমাদের।’