স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপ অংশগ্রহণে সবচেয়ে বড় চমকটাই দেখিয়েছে নেদারল্যান্ডস। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় ডাচরা। শক্তি সামর্থ্য অন্য সব দলের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও মাঠের খেলায় যে কোনো দিন যে কোনো কিছু ঘটিয়ে বসতে পারে তারা।
২০০৭ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে এমনই এক অঘটন ঘটিয়েছিল আয়ারল্যান্ড। এবারও তেমন অঘটন ঘটাতে বদ্ধ পরিকর ডাচরা। ডার্ক হর্স হিসেবে নয় যোগ্য দল হিসেবেই সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে নামতে চায় তারা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামার আগে ডাচ ক্রিকেটার বাস ডি লিডি সেমিফাইনাল খেলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না এখানে কোন দল কোন কিছু হারাতে এসেছে। সবাই কোন না কোন কিছু পাওয়ার জন্যেই বিশ্বকাপে এসেছে। অবশ্যই ২০১১ সালের পর বিশ্বকাপে খেলতে পারাটা আমাদের জন্য বিশেষ কিছু। আমরা আমাদের লক্ষ্যমাত্রা সেমিফাইনাল ঠিক করেছি; আমার মনে হয় না আমরা সেটি পারবো না। যদি আমরা সেটা না পারি তবুও আমরা বিশ্বকাপে খেলার জন্য নিজেদেরকে নিয়ে গর্ববোধ করবো। সবাই আমাদের নিয়ে যা ভাবছে আমরা হয়তো তার থেকেও বেশি কিছু করতে পারবো।’
নিজ দেশের ক্রিকেট সংস্কৃতিও বদলে গেছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে। বাস ডি লিডি বলেন, ‘আমার মনে হয় না সেমিফাইনালে উঠলে সেটি আমাদের দেশের ক্রিকেট উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা যে এখানে এসেছি সেটি এমনিতেই অনেক বড় ঘটনা। গত চার বছরের মধ্যে আমাদের খেলা জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে, যেটা আমাদের জন্য ও আমাদের দেশের জন্য দারুণ খবর।’