স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ক্রিকেটে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন শরফুদ্দৌলা সৈকত। ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসি গত ৮ সেপ্টেম্বর ১৬ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে। এর মধ্যে শরফুদ্দৌলার নামও রয়েছে।
আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ১৩টি টেস্ট ম্যাচ, ৮৫টি একদিনের আন্তর্জাতিক এবং ৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
প্রথমবারের মত ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনে বড় দায়িত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত শরফুদ্দৌলা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাক্ষাৎকারে বলেন, ‘আসন্ন আইসিসি বিশ্বকাপে দায়িত্ব পালন করা স্পষ্টতই একটি স্বপ্ন। এটি একটি সম্মান এবং একটি বিশেষত্ব এবং বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য একটি বিশাল অর্জন। এটি একটি কষ্টের ফলাফল। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এটি অর্জন করেছি। তবে, আমি মনে করি টেস্ট ম্যাচে দায়িত্ব নেওয়া আমার জন্য আরও অনেক বড় ছিল।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, আইসিসি ইভেন্টে কেমন পরিবেশ বিরাজ করে, তা সম্পর্কে আমি সচেতন। আমার কিছু অভিজ্ঞতা আছে। তবে আগের যে অভিজ্ঞতা এবারেরটা তার চেয়ে অনেক বেশি, আমি সে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। বিশ্বকাপে বিভিন্ন দল থাকবে এবং তাই আমাকে তাদের নিয়ে জেনেশুনেই নিজের প্রস্তুতি সম্পন্ন করব।’
এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের একজন আম্পায়ার ছিলেন। তবে আম্পায়ারিংয়ে নাম থাকলেও সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। কারণ তাকে রাখা হয়েছিল রিজার্ভ আম্পায়ার হিসেবে।
জানা গেছে, শরফুদ্দৌলা এবার ম্যাচ পরিচালনা কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন। সে হিসেবে ছেলেদের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপে শরফুদ্দৌলা আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।