স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ভরাডুবিতে এখনো উত্তাল পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপে মাত্র চার ম্যাচ জয়। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হার। সব মিলিয়ে বাবর আজমদের জন্য এবারের বিশ্বকাপটি বিভীষিকা হয়ে রইলো। এবার সেটির রেশ ধরে পুরো কোচিং প্যানেলের সব বিদেশিদের পাল্টে ফেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট দলের কোচিং প্যানেলে থাকা সকল বিদেশিকে পাল্টে ফেলতে যাচ্ছে পাকিস্তান। এমনই খবর প্রকাশ করেছে পাকিস্তানের নিউজ চ্যানেলে সামা টিভি।
পাকিস্তানের কোচিং প্যানেলে বিদেশিদের মধ্যে রয়েছেন প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, টিম ডিরেক্টর মিকি আর্থার এবং ব্যাটিং কোচ অ্যান্ড্রু প্যাটিক। তাদের সবাকে ছাঁটাই করা হতে পারে বলে জানিয়েছে নিউজ চ্যানেলটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ এরই মধ্যে সাবেক অধিনায়ক ইউনিস খানকে সঙ্গে নিয়ে জরুরি সভা করেছেন। বিশ্বকাপের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে সেখানে। কোথায় ভুলত্রুটি ছিল তা যাচাইবাছাই করা হচ্ছে।
এরই মধ্যে পাকিস্তানের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন প্রোটিয়া সাবেক পেসার মরনে মরকেল। তার জায়গায় সম্ভাব্য কোচ হিসেবে নাম উঠে এসেছে পাকিস্তানের সাবেক পেসার উমর গুলের। সবকিছু ঠিক থাকলে উমর গুলের পাকিস্তানের বোলিং কোচ হওয়া সময়ের ব্যাপার মাত্র।
তবে পাকিস্তানের কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে সেটা এখনো নিশ্চিত করা হয়নি।